যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব....
১. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কী ছিল?
উত্তর : জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
২. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা ছিল?
উত্তর : ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।
৩. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা ছিল?
উত্তর : জার্মানি, তুরস্ক, জাপান ও ইতালি।
৪. প্রশ্ন : মিত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : জেনারেল আইসেন হাওয়ার।
৫. প্রশ্ন : জার্মানি আত্মসমর্পণ করে কবে?
উত্তর : ৬ মে ১৯৪৫ সালে।
৬. প্রশ্ন : যুদ্ধ সমাপ্তি হয় কবে?
উত্তর : ১৪ আগস্ট ১৯৪৫ সালে।
৭. প্রশ্ন : যুক্তরাষ্ট্র কোথায় অ্যাটম বোমা ফেলে?
উত্তর : জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।
৮. প্রশ্ন : জাপানের হিরোশিমায় কবে অ্যাটম বোমা ফেলা হয়?
উত্তর : ৬ আগস্ট ১৯৪৫ সালে।
৯. প্রশ্ন : হিরোশিমায় ফেলা অ্যাটম বোমার নাম কী ছিল?
উত্তর : লিটলবয়।
১০. প্রশ্ন : লিটলবয়ের ওজন কত টন?
উত্তর : ১৫ হাজার টন (টিএনটি)।
১১. প্রশ্ন : লিটলবয় কত কিলোমিটার উঁচুতে ধ্বংস হয়?
উত্তর : ৫৮০ কিলোমিটার।
১২. প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে কবে?
উত্তর : ৯ আগস্ট ১৯৪৫ সালে।
১৩. প্রশ্ন : নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমার নাম কী ছিল?
উত্তর : ফ্যাটম্যান।
১৪. প্রশ্ন : নাগাসাকিতে ফেলা বোমার ওজন কত টন?
উত্তর : ২২ হাজার টন (টিএনটি)।
১৫. প্রশ্ন : ফ্যাটম্যান কত কিলোমিটার উঁচুতে ধ্বংস হয়?
উত্তর : ৫০০ কিলোমিটার।
১৬. প্রশ্ন : কী থেকে ফ্যাটম্যান ফেলা হয়?
উত্তর : বি-২৯ থেকে।
১৭. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান কাদেরকে সমর্থন করে?
উত্তর : জার্মানিকে।
১৮. প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ?
উত্তর : বেলজিয়াম।
১৯. প্রশ্ন : জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে?
উত্তর : ৭ ডিসেম্বর ১৯৪১ সালে।
২০. প্রশ্ন : ঐতিহাসিক ডি-ডে কার সাথে সম্পর্কিত?
উত্তর : ২য় বিশ্বযুদ্ধ।