যেভাবে ফেইসবুকের সার্চ হিস্টরি মুছে দিবেন

ফেসবুক টিপস September 1, 2016 1,518
যেভাবে ফেইসবুকের সার্চ হিস্টরি মুছে দিবেন

ফেইসবুকের সার্চ অপশন ব্যবহার করেও তথ্য খোঁজা হয়ে থাকে। এ অপশনটি রয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপরের দিকে বাম পাশে। তবে এ অপশন ব্যবহার করা হলে সেটির হিস্টরি থেকে যায়।


ব্যবহারকারীর সার্চের ওপর ভিত্তি করে পরে কোনো কিছু খোঁজা হলে সেটি ফেইসবুক সাজেশন আকারে দেখিয়ে থাকে। অনেক সময় সার্চে প্রর্দশিত সাজেশনগুলো বিরক্তকর মনে হতে পারে কিংবা যা খোঁজা হচ্ছে তা নাও পাওয়া যেতে পারে।




এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্যও ফেইসবুকে সার্চের ইতিহাস মুছে ফেলার প্রয়োজন হতে পারে। এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো কেমন করে সার্চের এ হিস্টরি কিভাবে মুছে ফেলা যায়।


এ জন্য প্রথমে ফেইসবুকের মেন্যু থেকে “Activity Log” এ যেতে হবে।


এরপর নতুন একটি পেইজ ওপেন হবে। সেটির বাম পাশের সাইডবার থেকে “more” এ ক্লিক করতে হবে।


তারপর যে সার্চ অপশনটি আসবে সেটিতে ক্লিক করতে হবে। তখন কি বিষয় নিয়ে সার্চ করছেন তা দেখাবে। চাইলে একটি একটি করে ডিলেট করা যাবে।


আবার একই সঙ্গে সম্পূর্ণ ইতিহাস মুছে ফেলা যাবে। এ জন্য ওপরের দিকের “clear searches” এ ক্লিক করতে হবে। তাহলে মুছে যাবে সব হিস্টরি।