মাইক্রোসফট করপোরেশন ইতোমধ্যে প্রায় সব লুমিয়া স্মার্টফোন এর জন্য উইন্ডোজ ১০ আপডেট অবমুক্ত করে ফেলেছে। কিন্তু সার্ভার এর সমস্যার কারনে অনেকেই সিস্টেম আপডেট থেকে আপডেট নোটিফিকেশন পাচ্ছেন না ।
তবে সহজ একটি পদ্ধতি অনুসরন করে সহজেই আপনি আপনার পছন্দের লুমিয়া স্মার্টফোন কে উইন্ডোজ ১০ এ আপডেট করে নিতে পারবেন।
প্রথমে আপনার মোবাইল থেকে উইন্ডোজ স্টোর এ যান। তারপর সেখানে গিয়ে Windows 10 Upgrade Adviser লিখে সার্চ করুন ।
[উপর থেকে চিত্র দেখে নিন]
উক্ত নামে এ্যাপটি ইন্সটল করে নিন। কাজ শেষ, আপনার হ্যান্ডসেট কোন ওয়াই-ফাই নেটওয়ার্ক এ কানেক্ট করে ঐ এ্যাপ থেকে আপডেট এ ক্লিক করুন ।
অবশ্যই আপনার মোবাইল কমপক্ষে ৬০% চার্জিত রেখে কাজ করবেন ।
ধন্যবাদ সবাইকে ।ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।