• ধাঁধা :
১. ‘কালো কিন্তু কাক নয়,
কমল কিন্তু গুলি নয়।
গায় কিন্তু গায়ক নয়,
জিনিসটা কি হয়?’
২. ‘কা কা ডেকে বলে কুক,
করে কলরব অহেতুক।’
৩. ‘কাঁচায় তুল তুলে
পাকলে সিঁন্দুর,
ভাঙলে এ শুল্লুক
পাবে পুরস্কার।’
৪. ‘কাঁচাতে তুলমুল,
পাকাতে ভিমরুল।’
• উত্তর :
১. গানের রেকর্ড
২. কাক
৩. মাটির হাঁড়ি
৪. বেগুন