ম্যাজিক: তেল বিহীন বাতী

জাদুর বিদ্যা August 25, 2016 7,101
ম্যাজিক: তেল বিহীন বাতী

খুব চিকন (সংর্কীন) মুখ ওয়ালা একটি বোতল নিয়ে তাতে কিছু সিরকা (আচারে ব্যবহৃত হয়) নিবে এবং সেই সাথে কিছু লবন দিবে এবার তা আগুনের উপর ধরলে ভিতর থেকে এক ধরনের ধোঁওয়া উঠবে, যখন ধোওয়া উঠা শুরু হবে তখন তা আগুন থেকে নামিয়ে অন্ধকার কোন ঘরে নিয়ে গিয়ে দিয়াশালাই দিয়ে তার মুখে আগুন দিবে।


এরপর কোন স্থানে রেখে দেবে, দেখবে যতক্ষন ধুয়া উঠবে ততক্ষন সেই ধোঁয়াতে এক ধরনের আলো জ্বলতে থাকিবে।।