যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট

নতুন প্রযুক্তি August 23, 2016 1,155
যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট

যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ‘এয়ারল্যান্ডার ১০’৷ পাঁচ দিন আগেই যাত্রা শুরু করা কথা ছিল এই এয়ারক্রাফটির৷ কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে তা হয়নি৷ নির্মাতারা জানিয়েছে, এটি হচ্ছে উড়োজাহাজ ও কিছুটা এয়ারসিপের মতো৷


বিশ্বের বৃহত্তম বিমান।দেখতে কিন্তু পুরোপুরি বিমানের মত নয়। পেট মোটা এই যানটি অনেকটা সিলিন্ডারের ন্যায়। প্রধানত মার্কিন সেনাবাহিনীর নজরদারির উদ্দেশ্য বানানো এই বিমানটি লম্বায় ৯২ মিটার বা প্রায় ৩০২ ফুট। যাকে বলা হচ্ছে ‘এয়ারশিপ’।


নির্মাতা সংস্থাটি মার্কিন হলেও এয়ারল্যান্ডার ১০ তৈরির জন্য সংস্থাটিকে আর্থিক সাহায্য করেছে ব্রিটেন৷ আকাশ পথে প্রায় ৪৮৮০ মিটার পথ অতিক্রম করতে পারে এই এয়ারক্রাফটটি৷ এটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৮ কিলোমিটার৷


এয়ারল্যান্ডার ১০ এর যাত্রা শুরুর দিনে এটিতে দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিল মধ্য লন্ডনের কারডিংটনে৷ এটির নির্মাতা সংস্থা হাইব্রিড এয়ার ভেইকেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯২ মিটার দীর্ঘ এই এয়ারক্রাফটি সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এটিকে৷


জানা গেছে, হিলিয়াম গ্যাসে চালিত এই এয়ারক্রাফটটি মানুষবিহীনভাবে প্রায় দুই দিন আকাশে ভেসে থাকতে পারে৷ আর মানুষসহ পাঁচ দিন৷


প্রস্তুতকারক সংস্থা জানিয়েছেন, বিশেষ পদ্ধতিতে তৈরি এই বিমানটি হেলিকপ্টারের থেকে দূষণ কম ছড়ায়। আজ থেকে ৮৫ বছর আগে এমন একটা জাহাজ আকাশে ওড়ানোর চেষ্টা হয়েছিল এই কার্ডিংটন বিমানঘাঁটি থেকেই। ১৯৩০ সালের অক্টোবরে সেই এয়ারশিপ ‘আর১০১’ আকাশে ওড়ার পর ৪৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল ফ্রান্সে। ওই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছিল। তার পর আর ‘এয়ারশিপ’ ওড়ানোর নেশায় মাতেনি ব্রিটেন।