ধাঁধা :
১. ‘ইংরেজিতে বাদ্য,
বাংলায় খাদ্য।
কিবা সেই ফল,
চট করে বল।’
২. ‘এপারে ঢেউ,
ওপারে ঢেউ।
মধ্যিখানে বসে আছে,
বুড়া বেটার বউ।’
৩. ‘আমি তুমি একজন
দেখতে একই রূপ,
আমি কতো কথা বলি
তুমি কেন চুপ।’
৪. ‘এক ঘরে জন্ম নেয়
দুই সহোদর ভাই,
কোনো দিন একজন
অন্যজনকে দেখে নাই।’
উত্তর :
১. বেল
২. শাপলা
৩. আয়না
৪. চোখ