কিস্তিতে আইফোন ৫এস দিচ্ছে গ্রামীণফোন!

Mobile Phone Offer August 20, 2016 2,623
কিস্তিতে আইফোন ৫এস দিচ্ছে গ্রামীণফোন!

অভাবনীয় মূল্যে গ্রামীণফোন গ্রাহকদের জন্য আইফোন ৫এস দেওয়া হচ্ছে। তাও আবার ১২ মাসের কিস্তিতে।


গত ১৭ আগস্ট থেকে গ্রামীণ গ্রাহকদের জন্য এ অফারটি কার্যকর হয়েছে। অফারে ইতোমধ্যে ব্যাপক সাড়াও পড়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন।


এই অত্যাধুনিক ডিভাইসটি মাত্র ৫০০০ টাকা ডাউন পেমেন্টে পাওয়া যাবে সকল গ্রামীণফোন সেন্টার এবং জিপি অনলাইন শপ এ। এর মোট মূল্য ২৮,৯৯০ টাকা যা ১২টি মাসিক কিস্তিতে (প্রতি কিস্তিতে সর্বনিম্ন ২০০০ টাকা) পরিশোধযোগ্য এবং সাথে থাকছে আকর্ষণীয় ইন্টারনেট অফার।