অভিনয় জীবনের স্মৃতি!

পাঁচমিশালী কৌতুক August 14, 2016 2,043
অভিনয় জীবনের স্মৃতি!

দুই অভিনেতা তাদের অভিনয় জীবনের স্মৃতিচারণ করছেন ভক্তদের কাছে-


একজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।


অন্যজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল। শুধু কি তাই? ইন্স্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।