রবির সময়ভিত্তিক ইন্টারনেট প্যাক আইবাডি

Robi Axiata August 12, 2016 1,849
রবির সময়ভিত্তিক ইন্টারনেট প্যাক আইবাডি

সময়ের হিসেবে ইন্টারনেট কেনার সুযোগ এনে ডাটা সেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনলো মোবাইল ফোন অপারেটর রবি। ইন্টারনেট প্যাক কেনায় দেশে প্রথমবারের মতো এমন সেবা আনলো অপারেটরটি।


আইবাডি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট থেকে ১০ ঘণ্টা প্যাকেজের যে কোন অফার বেছে নিতে পারেন।


রবি জানায়, মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করে শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাক্টিভ করলেই সেবা গ্রহণ করা যাবে।


গ্রাহকরা যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এ অ্যাপটি। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে।


দেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রাহকদের মাঝে ব্যবহার-বান্ধব ও সহজে বোধগম্য ইন্টারনেট পণ্যের চাহিদা তৈরি হয়েছে। আইবাডি অ্যাপটি সে চাহিদাই পূরণ করছে।