আগামী এক বছরের মধ্যে টেলিটককে প্রতিযোগিতামূলক অবস্থানে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, অতীত ভুলে টেলিটক এক বছরের মধ্যে ভালো অবস্থানে যাবে বলে আমার বিশ্বাস।বৃহস্পতিবার সকালে গুলশানে টেলিটক অফিসে বিকাশের মাধ্যমে টেলি ট্রান্সফার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, আমরা কোনো অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না। সবার জন্য প্রতিযোগিতামূলক বাজার রাখতে চাই এবং টেলিটককে প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই।
তিনি বলেন, এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে এয়ারটাইম রিচার্জ সুবিধা পাবেন।
প্রসঙ্গত, টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি জিএসএম ও থ্রিজি ভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি। ২০০৪ সালের ২৯ ডিসেম্বর টেলিটক যাত্রা শুরু করে। টেলিটক বাংলাদেশের পঞ্চম বৃহৎ মোবাইল ফোন অপারেটর।