মশা আর ছারপোকা!

পাঁচমিশালী কৌতুক August 11, 2016 1,905
মশা আর ছারপোকা!

হোটেল ম্যানেজার : স্যার, রাতে ভালো ঘুম হয়েছে তো?


বোর্ডার : খুব! আপনার হোটেলের মশা এমন শক্তিশালী যে আমার প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তবে ভাগ্যিস খাটে ছারপোকা ছিল। ওরা আমাকে টেনে ধরে না রাখলে সকালে আমাকে হয়তো অন্য কোথাও পেতেন।