ধাঁধা :
১. ‘এক মুড়ি বারো ভাই,
একসাথে রয়।
সকল ভাইয়ের সবাই
একই নাম কয়।’
২. ‘এক মাথা আট কান,
ঢলে ঢলে জামা গায়।
ঠেলা দিলে ফুলে উঠে,
তোমরা কি বলো তায়।’
৩. ‘এক বুড়ির আছে শুধু
বারোটি ছেলে,
তার বারো ঘরে থাকে
এখন ৩৬৫টি ছেলে।’
৪. ‘এক গাছে এক বুড়ি,
চোখ তার বারো কুড়ি।
চোখ না কেটে খেলে
গলায় লাগে যে সুড়সুড়ি।’
উত্তর :
১. দাঁত
২. ছাতা
৩. বছর
৪. আনারস