আজকের ধাঁধা : ০৯ আগস্ট, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 9, 2016 1,520
আজকের ধাঁধা : ০৯ আগস্ট, ২০১৬

• ধাঁধা :

১. ‘এক খাটে তিনটা চুড়ো,

তার ওপর বুড়ো জমিদার।

বুড়ো বসে টলমল করে,

মুখ দিয়ে তার ফেনা পড়ে।’


২. ‘এক শালিকের তিন মাথা,

দেহ মুখে আঠা।

বাক্সের ভেতর ফেলি তবু,

যায় দেশ-বিদেশ।’


৩. ‘এক শালুকের দুই মাথা,

শালুক গেল কলকাতা।

শালুক যদি মনে করে,

ভরা নদী পার করে।’


৪. ‘এক মুড়ি তিন মাথা,

নিত্য খায় লতা-পাতা।

লতা-পাতা খেয়ে বুড়ি,

চোখ-মুখে ধোয়ায় তুড়ি।’


• উত্তর :

১. ভাতের হাঁড়ি

২. চিঠি

৩. নৌকা

৪. চুলা