বহুদিন পর পুরনো প্রেমিকা চিঠি লিখল। চিঠির ভাষাটা ঠিক এ রকম-
‘ও গো জান,
তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে তুমিই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতে। আমরা কি পারি না পুরনো সম্পর্কটা আবার নতুন করে তৈরি করতে? তোমার উত্তরের প্রতীক্ষায় রইলাম।
ইতি
তোমার মায়া।
পুনশ্চ : লটারিতে পঁচিশ লাখ টাকা পাওয়ার জন্য অভিনন্দন।’