ধাঁধা :
১. ‘একা গাছে এক বুড়ি,
চোখ তার বারো কুড়ি।
চোখ না কেটে খেলে
গলায় লাগে সুড়সুড়ি।’
২. ‘একটুখানি পুকুর
জল টলমল করে,
কারো সাধ্য নেই,
জাল ফেলতে পারে।’
৩. ‘একটা তার মাথা,
একটি তার হাত।
তাই দিয়ে মানুষ,
পেরেক করে চূর্ণপাত।’
৪. ‘একবার জন্মায়
আবার মরে,
আবার জন্মায়,
তারপর মরে।
এই মরাই শেষ,
ঘুমিয়ে পড়ে।’
উত্তর :
১. আনারস
২. চোখ
৩. হাতুড়ি
৪. দাঁত