এক বৃদ্ধ মৃত্যুশয্যায়। চিকিৎসক বলেছেন খুব বেশি হলে ঘণ্টাখানেকের মধ্যে মারা যাবেন তিনি। তার আত্মীয়-স্বজন সবাই ভিড় করেছে তার বিছানার পাশে। তাকে সাহস দেয়ার চেষ্টা করছে-
নাতি : দাদু তোমার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছে।
ছেলে : বাবা তোমার শ্বাস-প্রশ্বাস তো একদম নরমাল।
পুত্রবধূ : শরীরের তাপমাত্রাও তো বেশ স্বাভাবিক।
বৃদ্ধ : শুনে ভালো লাগছে যে সুস্থ অবস্থায় আমি মরতে যাচ্ছি।