চাকরিটা ছেড়ে দিলেন কেন?

পাঁচমিশালী কৌতুক August 3, 2016 1,338
চাকরিটা ছেড়ে দিলেন কেন?

অফিসের বড় কর্তা ও মিন্টুর মধ্যে কথা হচ্ছে-

বড় কর্তা : আচ্ছা আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?


মিন্টু : অসুস্থতার জন্য, স্যার।


বড় কর্তা : তা কী হয়েছিল আপনার?


মিন্টু : আরে আমার তো কিছুই হয়নি। অফিসের বড় কর্তাই আমার কাজে অসুস্থ হয়ে পড়লেন, মানে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল।