সব ধরনের কাজ!

পাঁচমিশালী কৌতুক August 3, 2016 995
সব ধরনের কাজ!

মারুফের অফিসে প্রথম দিনেই বড় কর্তার সঙ্গে কথা হচ্ছে-

বড় কর্তা : আপনি কম্পিউটারে কী কী কাজ জানেন?


মারুফ : স্যার, প্রায় সব ধরনের কাজই করতে পারি।


বড় কর্তা : আচ্ছা, আপনি এমএস অফিস জানেন?


মারুফ : আজই যেতে হবে! তাহলে ওই অফিসের ঠিকানাটা একবার বলে দিলেই আমি খুঁজে বের করতে পারব, স্যার।