রক্তাক্ত পরী, আশাবাদী দর্শক (টিজার)

মুভি রিভিউ August 2, 2016 2,138
রক্তাক্ত পরী, আশাবাদী দর্শক (টিজার)

পরী মনির হৃদয় ও শরীর থেকে রক্ত ক্ষরণ হচ্ছে। তা দেখে আশাবাদী হয়ে ওঠেছেন দর্শক।


বাস্তবে হলে এমন আশাবাদকে নিষ্ঠুরতাই বলা যায়। কিন্তু ঘটনা ঘটছে সিনেমায়। দর্শক মনে করছেন পরী যতটা আঘাত পাবেন তার চেয়ে অনেকগুণ বেশি ফেরত দেবেন। তাই এ উল্লাস ও আশাবাদ।


কথা হচ্ছিল, ওয়াজেদ আলী সুমন পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘রক্ত’র টিজার নিয়ে। সোমবার রাত ৮টায় প্রকাশিত সোয়া এক মিনিটের এ ভিডিও দিয়ে তাক লাগিয়ে দিলেন হালের জনপ্রিয় এ নায়িকা। এত মারকুটে ভঙ্গিতে আগে পাওয়া যায়নি পরীকে। এর জন্য তিনি কতটা খাটুনি করেছেন ইতোমধ্যে তা দর্শকের জানা হয়ে গেছে। টিজার তারই আভাস দিল।


টিজার কথা দিচ্ছে পরীকে শুধু অ্যাকশন নয়, নাচে-গানে ও গ্ল্যামারেও পাওয়া যাবে। এ নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। আবার কেউ খোলামেলা দৃশ্যের সমালোচনা করার সুযোগ ছাড়েননি।


‘রক্ত’-এ পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। অন্যান্য চরিত্রে পাওয়া যাবে আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসানকে। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।