ধাঁধা :
১. ‘খেতে বললে হই খুশি,
যেতে তেড়ে আসি।
পেয়ে বসলে পায় কান্না,
কী নাম বলে দাও না।’
২. ‘গাছ নেই আছে পাতা,
মুখ নেই বলে কথা।’
৩. ‘গণিপতি নহে কিন্তু
এক দন্তধর,
কটিতে বদন তার
দেহ লম্বোদর।’
৪. ‘উল্টো করে চলবে তুমি,
চালটা তোমার ধরে।
পা কেটে ফল খাইয়ে দেব,
ফল কেটে পান করে।’
উত্তর :
১. গোল্লা
২. বই ও কলম
৩. ঢেঁকি
৪. বেলচা