দরজা এই দিকে!

পাঁচমিশালী কৌতুক July 30, 2016 1,067
দরজা এই দিকে!

ক’দিন পর পূজা। কাপড় ব্যবসায়ী হরিপদ পড়েছেন বিপাকে। কথা নেই বার্তা নেই, পূজার আগে তার দু’জন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে।


হরিপদের দোকানটা নিচতলায়। দোতলায় একটা নতুন কাপড়ের দোকান বড় করে সাইনবোর্ড ঝুলিয়েছে, ‘সকল জামার মূল্যে ৩০% ছাড়!’


তিনতলায় আরও একটা নতুন দোকান সাইনবোর্ড ঝুলিয়েছে, ‘সকল জামা-কাপড় সর্বনিম্ন দামে।’


ভেবেচিন্তে হরিপদও একটা সাইনবোর্ড লিখে দরজার সামনে লাগিয়ে দিলেন। তাতে লেখা, ‘দরজা এই দিকে!’