• ধাঁধা :
১. ‘তিন বর্ণে নাম তার
খেতে ভারি মজা,
পেট কাটলে পাওয়া
হবে খুব সোজা।’
২. ‘চার পায়ে বসি মোরা,
আট পায়ে চলি।
বাঘও নই ভাল্লুকও নই
আস্ত কাঁধে ঝুলি।’
৩. ‘ঘরের ভেতর ঘর,
তার ভেতরে মানুষ।
সারা রাত পড়ে থাকে,
নেই কোনো হুস।’
৪. ‘আমি থাকি বিশ্বময়,
সাহেব-বিবির বক্ষময়।
ভাঙা আমার দেহখানি,
তৃষ্ণা মেটায় কালাপানি।
টুপি আছে মাথার উপর,
অশ্রু ঝরে দাঁতে আমার।’
• উত্তর :
১. বাদাম
২. পালকি
৩. মশারি
৪. কলম