ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়াবলী সুবিধা সম্বলিত ইসলামিক অ্যাপ ‘ইসলামি কথা’ এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। যাত্রাপথে, ভ্রমণে অথবা অচেনা অজানা জায়গায় অনেক কারণেই কিবলার দিক-নির্দেশনা অর্থা বাইতুল্লাহ কোন দিকে তা জানা প্রয়োজন হয়। আবার নামাজের নিয়ম-কানুন জানার প্রয়োজন হয়।
আবার অজানা-অচেনা জায়গা নামাজের প্রয়োজনে মসজিদের অবস্থান জানা জরুরি হয়ে পড়ে। এসকল সুবিধা অর্থাৎ কিবলা দিক-নির্দেশনা অথবা আপনার অবস্থানের আশেপাশে মসজিদে অবস্থান জানাবে ‘ইসলামিক কথা’ অ্যাপ।
লাইভ টেকনোলজি লিমিটেড ফ্রি সুবিধায় এ অ্যাপটি তৈরি করেছে। এ অ্যাপটি জিপিএসভিত্তিকভাবে নামাজ ও আজানের সময় অ্যালার্ম দিয়ে এর ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় জানিয়ে দিবে।
এ অ্যাপটিতে আরো যা থাকছে-
>> আরবি ইসলামিক ক্যালেন্ডার;
>> বিষয় ভিত্তিক হাদিস;
>> বাংলা অর্থসহ কালিমা;
>> নামাজ শিক্ষা পদ্ধতি;
>> গুরুত্বপূর্ণ (মাসনুন) দোয়া;
>> জাকাতের হিসাব সম্পর্কিত তথ্য;
>> অর্থসহ আল্লাহ তআলার ৯৯ নামসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ইসলামিক ভিডিও।
বিনামূল্যে মোবাইল অ্যাপটি যেভাবে ডাউনলোড করবেন-
‘ইসলামিক কথা’ অ্যাপসটি ডাউনলোড করতে GOOGLE PLAY STORE -এ Islamic Kotha লিখে Search করতে হবে। অ্যাপসটির দুটি ভার্সন হলো- ফুল ভার্সন ও লাইট ভার্সন।