• ধাঁধা :
১. ‘মালার রূপে জন্ম আমার
ফুলের মালা নই,
বৃদ্ধের কাছে আমি আবার
শ্রদ্ধার বস্তু হই।’
২. ‘মায়ের গর্ভে থেকে
মায়ের মাংস খায়,
মাটিতে পড়ে সে
আট পায়ে দাঁড়ায়।’
৩. ‘মাটির নিচের বুড়ি,
লাগে না ধোয়া
তবুও সে সুন্দরী।’
৪. ‘মানুষ বলি তাকে,
অথচ হাসে না কে?’
• উত্তর :
১. তছবিহ
২. মাকড়শা
৩. রসুন
৪. বনমানুষ