প্যাঁরাসিটামল যেভাবে কাজ করে

জানা অজানা July 22, 2016 1,336
প্যাঁরাসিটামল যেভাবে কাজ করে

প্যাঁরাসিটামল নামটির সাথে সকলেই অনেক পরিচিত।আর প্রায় সবাই ই জানি এটি জ্বর নিরাময়ের কাজে ব্যবহার করা হয়।


হয়তো অনেকেই জানি না কিভাবে প্যাঁরাসিটামল আমাদের জ্বর নিরাময় করে। এখানে একটি কথা আছে, এটি কিভাবে জ্বর নিরাময় করে তা জানার আগে জ্বর ব্যাপারটি আসলে কি সেটি একটু ভাল করে জানা দরকার। আমাদের শরীরে যখন কোন রোগের জীবাণু প্রবেশ করে, তখন আমাদের শরীর ঐ জীবাণুর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়। প্রথমেই ঐ জীবাণুটিকে ঘায়েল করার জন্য আমাদের শরীর পাইরোঁজেন নামক একটি পদার্থ নিঃসরণ করে। যতক্ষণ পর্যন্ত জীবাণুটি যথেষ্ট ঘায়েল না হবে ততক্ষন পর্যন্ত সে এটি করতেই থাকে। কিন্তু সমস্যা হল পাইরোঁজেন নামক পদার্থটি আমাদের শরীরের তাপমাত্রা অনেক বাড়িয়ে দেয়। আর শরীরের তাপমাত্রা বাড়া মানেই জ্বর আসা। তার মানে জ্বর কোন রোগ না। রোগ হবার একটি পূর্বলক্ষন মাত্র।


এবার আসি কিভাবে প্যাঁরাসিটামল আমাদের জ্বর নিরাময় করে। আমাদের শরীরের সকল কিছুই মস্তিস্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের মস্তিস্কের হাইপোথ্যালামাস নামক জায়গায় হিট রেগুলেসন সেন্টার(Hit Regulation Center) অবস্থিত। আর এই কেন্দ্রটিই ঠিক করে আমাদের শরীরের তাপমাত্রা কি বাড়বে না কমবে। যখন আমরা পারাসিটামল খাই তখন এটি আমাদের হিট রেগুলেসন সেন্টারে কাজ করে, আর শরীরের তাপমাত্রা

কমায়।