Mr. Burger
খিলগা, হেল'স কিচেন এর নিচে
আজকে আমার বার্গার ডে। একের পর এক বার্গার খায়াই যাচ্ছি। বিকেল এ গেলাম Mr. Burger এ।
২ টা মিনি বার্গার সাথে এক্সট্রা চিজ। অতুলনীয়। বড় এক পিস চিকেনের টুকরা, মায়ো আর সসের সমারোহে খুবই মজাদার এই বার্গার। একটাই সমস্যা ছিল, এক্সট্রা চিজটা কই ছিল বুঝি নাই।
১টা চিজিরম সাথে এক্সটা জোলাপিনো। আহা, মধু! চিকেন, মাশরুম, জোলাপিনো, মায়ো, টমাটো আর ডাবল চিজে বানানো এই বার্গার বেস্ট। কিন্তু, ১৮০ টাকা দামটা বেশি হয়ে গেলো না?
মিনি বার্গার
দাম: ৬০/= (এক্সট্রা চিজ ১৫ টাকা)
টেস্ট: ৬/১০
চিজিরম
দাম: ১৮০/= ( এক্সট্রা জোলাপিনো ১৫ টাকা)