ইংরেজি গ্রামারের কিছু নিয়ম :
.
No এবং Not এর মধ্যে পার্থক্যঃ-
===========
[No=Adjective | Not=Adverb]
এ দুইটি Noun এর আগে বসে।
কিন্তু Noun এর আগে যদি any, much, enough
ইত্যাদি থাকে তখন
No এর পরিবর্তে Not বসে।
যথাঃ- I have no any mistakes in diction. (অশুদ্ধ) ।
have not any mistakes in diction. (শুদ্ধ) ।
অথবা- have no enough money. (অশুদ্ধ) I
have not enough money. (শুদ্ধ)
উল্লেখ্য, Comparative
form এর আগে No বসে, Not বসে না।
যথা- I have not more to say. (অশুদ্ধ) ।
have no more to say. (শুদ্ধ) ।
/
বানানের কিছু নিয়ম
=================
Rule-01:
=
Mono এক (এক) Syllable বিশিষ্ট কোনো word- এর শেষে একটি মাত্র consonant এবং তার পূর্বে একটিমাত্র vowel থাকলে, এই word-এর সাথে যদি vowel দিয়ে শুরু হওয়া কোনা suffix যুক্ত হয়, তবে vowel-টির শেষে consonant double হয়ে যাবে।
=
For Example:
=
Get + ing = getting
Big + er = bigger
Sin + er = sinner
=
Exception: Narrow + er = Narrower.
=
Rule-02:
=
তবে শেষে যুক্ত হওয়া suffix টির শুরুতে consonant থাকলে বা monosyllabic word টির শেষ consonant-এর আগে দু’টি vowel খাকলে শেষ consonant টি Double হয় না।
=
For Example:
=
Sin + ful = sinful
Wool + en = woolen
Sleep + y = sleepy
=======================
Every word in English Language that has Q, there must be U after the Q (QU).
Example:
Quick
technique
Boutique
Queue
Acquire
Quit
Quite
Aquaculture
Banquet
Colloquial
Conquer
Earthquake
Equal
Frequent
Mosque
Mosquito
Oblique
Quality
Require
Sequel
Sequence
Tranquility
Quotation
======================
সচরাচর যেসব word এর শেষে 'seed' 'সীড' উচ্চারিত হয় তাদের বানানের শেষে-cede থাকে,মনে রাখতে হবে,প্রথমে c, তারপর e , তারপর d, তারপর e.
যেমনঃ-
.==
accede =সম্মত হ্ওয়া।
concede =ত্যাগ বা স্বীকার করা।
intercede =মধ্যস্ত করা।
recede =পিছু হটা।
secede =অপসৃত হ্ওয়া (দল,সম্প্রদায়,সংঘ ইত্যাদি থেকে).
.
ব্যতিক্রম ঃ- এই নিয়মের মাত্র চারটি ব্যতিক্রম দেখা যায়।
এর মধ্যে তিনটি --ceed দ্বারা সমাপ্ত এবং একটি --sede দ্বারা সমাপ্ত হয়।
যেমন ঃ-
.
exceed =অতক্রম করা।
proceed =অগ্রসর হ্ওয়া।
succeed =কৃৎকার্য হ্ওয়া।
supersede =বাতিল করা,স্থান দখল করা।
====================
TO এর পর always verb simple হয় কিন্তু কিছু ব্যতিক্রম আছে
_______________________________
যেমন-
With a view to
Look forward to
Be used to
get/got used to
Be accustomed to
Be habituated to
Be opposed to
Object to
Confess to
Be committed to
_______________________________
এগুলোর পরে Verb আসলে অবশ্যই তার সাথে ing যোগ করতে হবে ।
I am looking forward to getting meeting Rasel
Rasel was used to working hard