আজকের ধাঁধা : ১৯ জুলাই ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer July 19, 2016 2,237
আজকের ধাঁধা : ১৯ জুলাই ২০১৬

ধাঁধা :

১. ‘হাসপাতালের চিকিৎসক বললেন, রোগি তার আপন ভাই। কিন্তু রোগি বললেন, চিকিৎসক তার ভাই নন। কে মিথ্যা কথা বলছে?’


২. ‘তিনি তোমার খালাতো ভাই-বোনদের ‘খালামণি’। কিন্তু তিনি তোমার ‘খালামণি’ নন। কে তিনি?’


৩. ‘জনিরা সাত ভাই-বোন। ছয়জনের নাম- বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ আর কমলা। আরেকজনের নাম কী?


৪. ‘মুরগি, নাকি ডিম- কোনটা আগে?’


উত্তর :

১. কেউই না। কারণ চিকিৎসক রোগির বোন।

২. তোমার মা!

৩. জনি

৪. ডিম। কারণ মুরগির জন্মের অনেক আগেই ডায়নোসর ডিম পেরেছিল। এখানে ‘মুরগির ডিম’ তো বলা হয়নি!