অটিজম বিষয়ক অ্যাপ!

এপস রিভিউ July 18, 2016 964
অটিজম বিষয়ক অ্যাপ!

স্পেশাল চাইল্ড ইনফর্মেশন অ্যান্ড রিসার্চ ফোরাম অটিজমের উপর বাংলা মোবাইল অ্যাপ তৈরি করেছে।


অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটিতে অটিজম কি, এর কারণ, চিকিৎসা, অটিজম বিষয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা, উপসর্গ ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।


ভবিষ্যতে অ্যাপটিতে আরো তথ্য সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা। বর্তমানে গুগল প্লে-স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে।


আপনার ডিভাইসে জরুরি এবং জনগুরুত্বপূর্ণ এই অ্যাপটি ইনস্টল করতে গুগল প্লে-স্টোরে গিয়ে বাংলায় ‘অটিজম’ লিখে সার্চ দিন।


শুরুতে শুধু অ্যান্ডয়েডের জন্য তৈরি হছে অ্যাপটি। তবে খুব শিগগিরই আইওএস, উইন্ডোজ এবং ফায়ারফক্সেও এটি পাওয়া যাবে বলে জানিয়েছে এর নির্মাতা ফোরাম।