এক বলে ২৪ রান!

খেলাধূলা কৌতুক July 18, 2016 5,736
এক বলে ২৪ রান!

ক্রিকেট ম্যাচে এক বলে দরকার ২৪ রান সবাই নিশ্চিত ম্যাচ হেরে গেছি। দর্শকরা হতাশ! কিন্তু না তারাই ম্যাচটা জিতল!


কারণ তখন ব্যাট করেছিলো অনন্ত জলিল।


অনন্ত জলিল সজোড়ে ব্যাট চালালেন। বলটি ৪ খণ্ড হয়ে ৪ দিকে গেল। এতে ৪x৬=২৪ রান হলো!


এজন্যই তো বলে- ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’।