আজকের ধাঁধা : ১৮ জুলাই ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer July 18, 2016 2,055
আজকের ধাঁধা : ১৮ জুলাই ২০১৬

ধাঁধা :

১. ‘অহনা আর মোহনা বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গেছে। যেতে যেতে তাদের একটা নদী পার হওয়ার প্রয়োজন পড়ল।


নদীতে নৌকা আছে। কিন্তু নৌকাটা এত ছোট, হয় একজন বড় মানুষ নয়তো দু’জন ছোট মানুষকে বহন করতে পারে।


অহনা, মোহনা, মা, বাবা- চারজনই নৌকা বাইতে পারে। কিন্তু পুরো পরিবার নদী পার হবে কী করে?’


২. ‘একটা বর্গাকৃতি কেককে সমান ৮ ভাগে ভাগ করতে হবে। শর্ত হলো, তুমি ছুরি চালাতে পারবে মোট ৩ বার। কীভাবে সম্ভব?’


৩. ‘এই মুহূর্তে তুমি যে ধাঁধাটা সমাধান করছ, সেই ধাঁধাটার চেয়ে যদি এর আগের ধাঁধাটা সহজ হয়, তাহলে এই মুহূর্তে তুমি যে ধাঁধাটার সমাধান করছ সেটা কি এর আগের ধাঁধাটার চেয়ে কঠিন হবে?’


৪. ‘ডাক্তার তোমাকে ৩টা ট্যাবলেট দিয়ে বললেন, ‘আধঘণ্টা পর পর খেয়ো।’ তিনটা ওষুধ শেষ করতে কত সময় লাগবে?’


উত্তর :

১. প্রথমবার অহনা আর মোহনা যাবে নদীর ওপারে। অহনা এপারে ফিরে আসবে। এবার মা যাবেন ওপারে। এরপর মোহনা নৌকা এপারে ফিরিয়ে আনবে। অহনা আর মোহনা একসঙ্গে আবার যাবে ওপারে। মোহনাকে নামিয়ে দিয়ে অহনা এপারে ফিরে আসবে। এবার বাবা যাবেন ওপারে।


বাবা নেমে গেলে মোহনা নৌকাটা এপারে ফিরিয়ে আনবে। এবার দুই বোন একসঙ্গে ওপারে যাবে।


২. প্রথমে কোনাকোনি ৪ ভাগ করো। এরপর মাঝখান থেকে ২ ভাগ করে দাও।


৩. হ্যাঁ!


৪. এক ঘণ্টা। এখন একটা খাবে। আধঘণ্টা পর আরেকটা খাবে। এক ঘণ্টা পর খাবে তৃতীয়টা।