জাতীয় পতাকার প্রথম কারিগর সম্পর্কে জেনে নিন

জানা অজানা July 17, 2016 842
জাতীয় পতাকার প্রথম কারিগর সম্পর্কে জেনে নিন

শিবনারায়ণ দাশ বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার। একজন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা। ১৯৭০ সালের ৬ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ৪০১ নং (উত্তর) কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন। এ পতাকাই ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব।


শিবনারায়ণ দাশের বাবা সতীশচন্দ্র দাশ। কুমিল্লার আয়ুর্বেদ চিকিৎসক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে।


শিবনারায়ণ দাশ প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশ নিয়ে কারাবরণ করেন।