ধাঁধা :
১. ‘স্কুলের এক পাশের দেয়ালটা ভেঙে গেছে। দেয়ালটা মেরামত করতে ৬ জন শ্রমিকের ৩ ঘণ্টা সময় লাগল। ৪ জন শ্রমিকের দেয়ালটা মেরামত করতে কতক্ষণ সময় লাগবে?’
২. ‘একজন ট্রাকচালক একটা ‘ওয়ান ওয়ে’ রাস্তায় উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি ১৫ জন ট্রাফিক পুলিশকে পেরিয়ে গেলেন, তবু কেউ তাঁকে বাধা দিল না। কেন?’
৩. ‘চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায়। কেন?’
৪. ‘হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল কোনটি?’
উত্তর :
১. কোনো সময়ই লাগবে না। কারণ ৬ জন শ্রমিক ইতিমধ্যেই দেয়াল মেরামত করে ফেলেছেন।
২. কারণ তিনি হেঁটে যাচ্ছিলেন!
৩. চীনের জনসংখ্যা জাপানের চেয়ে বেশি!
৪. হিমালয়ই ছিল। শুধু তখনো আবিষ্কার হয়নি।