স্মার্টবাইক আসছে

নতুন প্রযুক্তি July 15, 2016 1,144
স্মার্টবাইক আসছে

স্প্লেন্ডার আইস্মার্ট ১১০ লঞ্চ করল হিরো মোটোকর্প। ভারতের বাজারে ৫৩,৩০০ রুপিতে এই সুদৃশ্য আইস্মার্ট মোটরবাইক চমক দেখাবে এবার।


মোটরবাইকটির উপাদান চলন্ত অবস্থায় নিউট্রাল মোডে ১০ সেকেন্ড থাকলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ক্লাচ ধরে টানলে ফের চালু। সম্প্রতি দিল্লিতে এই বাইক আলোড়ন ফেলে দিয়েছে। বাইকপ্রেমীদের নজর এখন কেবল হিরো মোটোকর্প।