ধাঁধা :
১. ‘পাহাড়েতে জন্ম আমার
সাগরে নাশ,
চলার পথে মানুষের মিটাই
মনের আশ।’
২. ‘সাদা একটি গোলাঘর
নয় লোকালয়।
ঘরের মধ্যে আছে একটা
সোনালি বলয়।’
৩. ‘গায়ে ভরা রস তার,
সব লোকে চুষে খায়।
চুষে খাওয়া জিনিসটি
রাস্তায় ফেলে দেয়।’
৪. ‘শিশুকালে কাপড় পরে
যৌবনে উলঙ্গ,
লম্বা কিন্তু দেহ তার
হবে ঢের সুরঙ্গ।’
উত্তর :
১. নদী
২. ডিম
৩. আখ
৪. কয়লা