ধাঁধা :
১. ‘উল্টে যদি দাও মোরে
হয়ে যাব লতা,
কে আমি ভেবেচিন্তে
বলে ফেলো তা।’
২. ‘আকাশ থেকে পড়ল গোটা
তার মধ্যে রউ,
যে না বলতে পারে
সে পাগলের বউ।’
৩. ‘সাগরে থাকি
বাজারে থাকি
থাকি রান্নাঘরে,
রান্নায় কম পড়লে
সবাই রাগটি করে।
৪. ‘তেরো মাস বয়সে
হয় ছেলের মা,
ছেলে হয় গণ্ডায় গণ্ডায়
এক আজব মা।’
উত্তর :
১. তাল
২. কালোজাম
৩. লবণ
৪. কলাগাছ