যে দোয়া সব সময় পড়া জরুরি!

ইসলামিক শিক্ষা July 10, 2016 2,373
যে দোয়া সব সময় পড়া জরুরি!

রমজান মাসব্যাপী রোজাপালন, আমল ও ইবাদাত-বন্দেগির মাধ্যমে রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভে সচেষ্ট ছিল মুসলিম উম্মাহ। রমজান পরবর্তী সময়ে মানুষ যাতে ন্যায় পথে চলতে পারে সে জন্য সব সময় পড়ার একটি দোয়া রয়েছে। যা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। তা এখানে তুলে ধরা হলো-


উচ্চারণ : রাব্বানা লা তুযেগ কুলুবানা বা’দা ইজ হাদাইতানা; ওয়া হাবলানা মিল্লা দুংকা রাহমাহ; ইন্নাকা আংতাল ওয়াহ্হাব। (সুরা ইমরান : আয়াত ৮)


অর্থ :হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে প্রবৃত্ত করো না; এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা।


পরিশেষে…

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় এ দোয়ার মাধ্যমে সরল সঠিক পথের সন্ধান এবং তাঁর অনুগ্রহ লাভ করার তাওফিক দান করুন। সকল প্রকার অন্যায় থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।