অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে, ভাল শিক্ষক।

শিক্ষনীয় গল্প July 8, 2016 2,953
অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে, ভাল শিক্ষক।

বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল...


বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল.... ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?


ওয়েটার বলল "স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার বকসিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"


বিল গেটস হেসে ওয়েটারকে বলল "সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"


কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক।