ঈদের দিন নিজেকে সুন্দর দেখাক এটা সবাই চান। তাই সাজের প্রস্তুতি শুরু হয়ে যায় ঈদের আগে থেকে। ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর মেহেদি দেওয়াসহ ঈদকে ঘিরে করা হয় কতকিছু।
ঈদের দিনটি অন্য সাধারণ দিন থেকে আলাদা। তাই এর সাজও হতে হয় কিছুটা স্পেশাল, কিছুটা ভিন্ন। জাঁকজমকপূর্ণ সাজ অনেকেই পছন্দ করেন না।
হালকা স্নিগ্ধ সাজ সকাল হোক বা বিকেল সব বেলাতেই মানিয়ে যায় বেশ। জানতে চান এমন এক মেকআপের কথা, যা মানিয়ে যাবে সব বেলায়?
যা লাগবে:
ক্লিনিক ইভান বেটার কনসিলার
ম্যাক ফাউন্ডেশন
ম্যাক প্রো লংওয়ার কনসিলার
ম্যাক সিলেক্ট শেয়ার প্রেসড পাউডার
লরিয়াল প্যারিস লা প্যালেইট নুড
সুগার মেকআপ লিকুইড আইলাইনার
শু ইউমুরা আই ল্যাশ
ইস্ট্রেইট লাউডার মাশকারা
মেকআপ রেভল্যুশন আইকনিক প্রো ব্লাশ, ব্রোঞ্জার
নারস ব্লাশ
আইব্রো কিট
যেভাবে সাজবেন:
১। প্রথমে পুরো ত্বক ভালো করে পরিষ্কার করে মুছে নিন।
২। এরপর চোখের নিচসহ চারপাশে কনসিলার ম্যাসাজ করে লাগান। এরপর সারা মুখে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভাল করে লাগান।
৩। চোখের নিচে বিশেষ করে কালি পড়া অংশটুকুতে কনসিলার ম্যাসাজ করে লাগান। চোখের উপরে পাতায় কনসিলার ম্যাসাজ করে নিন।
৪। সম্পূর্ণ মুখে ম্যাক সিলেক্ট ফেস পাউডার লাগান।
৫। চোখে হালকা নুড আইশ্যাডো ব্যবহার করুন। এইক্ষেত্রে এইখানে ল’রিয়াল নুড আইশ্যাডো ব্যবহার করা হয়েছে। চোখের কোন বেইজের চেয়ে কিছুটা গাঢ় ব্রাউন রঙের শ্যাডো ব্যবহার করুন। একই শ্যাডো চোখের নিচে ব্যবহার করুন। (ভিডিও অনুযায়ী)
৬। এবার চিকন করে আইলাইনার লাগিয়ে নিন। খুব বেশি মোটা আইলাইনার ব্যবহার না করাই ভাল।
৭। কার্লার দিয়ে চোখের পাপড়ি কার্ল করে মাশকারা লাগিয়ে ফেলুন।
৮। গালের উপরে হালকা গোলাপি অথবা পিচ ব্লাশন লাগিয়ে নিন। আপনার নাক যদি খাড়া না হয় তাহলে নাকের দুই পাশেও সামান্য খয়েরী রং এর ব্লাশন লাগিয়ে নিন। এতে নাক খাড়া দেখাবে।
৯। সবশেষে পছন্দ মত গাঢ় কোন লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করুন।
১০। ব্যস হয়ে গেল ঈদের দিনের পারফেক্ট মেকআপ।