ম্যাজিক: বিস্কুটের যাদু ভাঙ্গা বিস্কুট জোড়া লাগানো

জাদুর বিদ্যা July 3, 2016 3,574
ম্যাজিক: বিস্কুটের যাদু ভাঙ্গা বিস্কুট  জোড়া লাগানো

আজকে আমি আপনাদের যে ম্যাজিক টি দেখাব সেটি খুবই সহজ যা একটি বাচ্চাও করতে পারে আর যাদুটি হল বিস্কুটের যাদু ।


তাহলে আসুন শিখে নেইঃ


প্রথমে আপনি আপনার কোনো বন্ধুকে বলুন আমি ভাঙ্গা বিস্কুট জোড়া লাগিয়ে দিতে পারি আপনার বন্ধু নিশয় বলবে অসম্ভব । ও ঠিকাছে তাহলে প্রমান হয়ে যাক কি অসম্ভব আর সম্ভব । আপনি তাই বলে আপনার বন্ধুকে দুটি বিস্কুট আর একটি ঠঙ্গা জোগাড় করে দিতে বলুন । যদি সে জোগাড় করে এনে দেয় , তাহলে আপনি বিস্কুট দুটোকে ঠঙ্গার ভিতরে ঢোকান । এরপর একটি বিস্কুট অর্ধেক ভাঙ্গুন এবং তাকে খেতে দিন । সে ফেলার পর আপনি আরেকটি বিস্কুট কে আবার অর্ধেক করুন । এবং সেই টুকরো টি আবার তাকে খেতে দিন । সে এটিও খেয়ে ফেলার পর এবার ঠোঙ্গার মুখ বন্ধ করুন । এবার একটি মন্ত্র পড়ুন (যেমন ছু মন্তর ছু কাল বিড়ালের ঘু) এবার ঠোঙ্গার মুখ খুলুন আশর্য ব্যপার বিস্কুট দুটো জোড়া লেগে গেছে । কি করে সাম্ভব??????????????????????????????????????????


এইবার আসুন শিখে নেইঃ


আসলে আমি সবই ঠিক ঠাক করেছিলাম। কিন্তু শুধু মাত্র বিস্কুট গুলো দুটো ভেঙ্গেছিলাম না । আমি প্রথম বিস্কুট ভেঙ্গে বন্ধুর হাতে দিয়েছিলাম । এরপর বিস্কুট ভাঙ্গার অভিনয় করে সেই অর্ধেক ই ওকে খেতে দিয়েছিলাম!! । তারপর ঠোঙ্গাটা বন্ধ করলাম । একটা আন্দাজে মন্ত্র বললাম । আর দেখিয়ে দিলাম আমার কেরামতি 😛 😛