মজার একটা ম্যাজিক। আজব হলেও সত্যি। চমকে দিন বন্ধুদের
১/ বর্তমান সাল কে ২ গুণ করে একটি কাগজে লিখুন [ex: ২০১৪ x ২=৪০২৮]লেখে আপনার পকেটে রাখুন
২/এবার আপনার বন্ধু কে নিচের ৪টি সংখা যোগ করতে বলন
১/তার জন্ম সাল
২/তার বয়স
৩/তার জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সাল
৪/তার পর থেকে অতিবাহিত করে বছরের সংখা।
যোগ করে শেষে আপনার কাগজ টি বের করে বন্ধুকে দেখানো দেখবেন যোগফল টি আপনার কাগজ আর সাথে একদম মিলে গেছে