ডা. জাকির নায়েক বর্তমান বিশ্বের এক অন্যতম ইসলামিক চিন্তাবিদ। আর ইসলামকে প্রচার করার জন্য তিনি ‘পিচ টিভি’ নামে একটি বেসরকারী স্যাটালাইট টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেন। আর চ্যানেলটির প্রশ্ন পর্ব অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইসলামিক প্রেশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে থাকেন।
ডা. জাকির নায়েকের কাছে আজকের প্রশ্ন: ‘একটা ছেলে ও মেয়ে দু’জন দু’জনের প্রেমে পড়েছেন। কিন্তু তাদের প্রেম নিয়ে ইসলাম কি বলে? এই প্রেমে কি পর্দা নষ্ট হবে?’
প্রশ্নের উত্তরে ডা. জাকির নায়েক বলেন, কতটা প্রেম পড়েছে সেটা আগে গুরুত্বপূর্ণ। যদি সামান্য কিছু হয়ে থাকে সেখানে বিষয়টি জটিল কিছু না। যদি তারা গভীর সম্পর্ক করে থাকে তাহলে তারা বিয়ে করে নিবে। কারণ তারা বিয়ের আগে অন্যায় করেছেন পরে ইসলাম মেনে নিলেন। এবং যদি দু’জন... পাঠক আসুন ডা. জাকির নায়েকের এই ভিডিওটি দেখে আমরা তরুণ-তরুণীর প্রেম বৈধ নাকি অবৈধ সেটা পরিস্কার হয়ে যায়।