ধাঁধা :
১. ‘তেরো মাস বয়সেতে
হয় ছেলের মা,
ছেলে হয় গণ্ডায় গণ্ডায়
এক আজব মা।’
২. ‘তিন অক্ষরে গড়া তার
বুকে মেঘ ভাসে,
প্রথম অক্ষর বাদ দিলে
নদীকূলে হাসে।’
৩. ‘ত্রিফলার একটি ফল
এবার বলতো ভাই,
বলতে কিন্তু হবেই
নামটি কিবা তাই।’
৪. ‘তুমি আমার মনের মানুষ
সবকিছু দিতে পারি,
তবু কিন্তু তোমায় দেখে
ওইটা দিতে নারি।’
উত্তর :
১. কলাগাছ
২. আকাশ
৩. আমলকি
৪. ঘোমটা