বয়সের গ্যাপটা অন্তত ৯ মাস রাখুন!

পাঁচমিশালী কৌতুক June 27, 2016 2,555
বয়সের গ্যাপটা অন্তত ৯ মাস রাখুন!

বাসে কন্ডাক্টর এক মহিলাকে


জিজ্ঞেস করছে : "ম্যাডাম, আপনার সাথের বাচ্চা

গুলোর বয়স কত..??"


মহিলা বলছেঃ "ছোটটার বয়স ২ বছর, মধ্যেরটা

আড়াই বছর আর বড়টা তিন বছর।"


কন্ডাক্টরঃ বাচ্চাদের ভাড়া দিতে না চাইলে ওদের বয়স কমিয়ে বলুন কোন আপত্তি নেই, কিন্তু ওদের বয়সের গ্যাপটা অন্তত ৯ মাস রাখুন।


মহিলা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন,

.

.

.

.

.

মধ্যেরটা আমার দেওরের ছেলে রে হারামজাদা।