মধুঢালী, বাটিপাতি!

পাঁচমিশালী কৌতুক June 27, 2016 1,855
মধুঢালী, বাটিপাতি!

২জন লোকের মধ্যে কথা হচ্ছে......


১ম লোকঃ ভাই আপনার নাম কী..?


২য় লোকঃ মধুঢালী।


তারপর ২য় লোক জিজ্ঞাস করলো ভাই আপনার নাম কী..?


১ম লোকঃ বাটিপাতি।


এবার ২য় লোক বললো বাটিপাতি করোর নাম হয় নাকি।


১ম লোক বললো কেন.?


আপনি যখন মধু ঢালবেন আমি যদি বাটি না পাতি তাহলে তো সব মধু মাটিতে পড়ে যাবে তাই না !!!