২৭৯০ টাকার ফোনে ১৮৯৪ টাকার বান্ডেল

Mobile Phone Offer June 26, 2016 2,137
২৭৯০ টাকার ফোনে ১৮৯৪ টাকার বান্ডেল

নতুন স্মার্ট সল্যুশনস মডেল এ১ বাজারে আনল উই। সঙ্গে থাকছে মোবাইল অপারেটর এয়ারটেলের ঈদ প্যাকেজ বান্ডেল। এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।


অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্বল্পমূল্যের নতুন উই এ১-এর সঙ্গে ক্রেতারা বিনামূল্যে পাবেন ১৮৯৪ টাকার চমৎকার এয়ারটেল বান্ডেল।


নতুন মডেল এ১ ছাড়াও বাজারে উই’র চলতি মডেল এল১, আর১, বি১ এবং ভি১-এর সঙ্গে ক্রেতারা বিনামূল্যে যথাক্রমে পাবেন ২৮৬০ টাকা, ৩৮২৬ টাকা, ৫৩৫৬ টাকা এবং ৬১২২ টাকা মূল্যের এয়ারটেল প্যাকেজ বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।


এছাড়া উই এক্স১-এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে একটি ব্লুটুথ হেডফোন।


এয়ারটেল ঈদ বান্ডেল অফার উপভোগ করতে ক্রেতাকে স্মার্টসল্যুশনস ক্রয়ের পর এয়ারটেল সিম প্রবেশ করাতে হবে। নতুন কিংবা পুরাতন সকল বায়োম্যাট্রিক নিবন্ধনকৃত এয়ারটেল সিমের জন্য এ অফার প্রযোজ্য। সিম প্রবেশের ২৪ ঘন্টার মধ্যেই নির্দিষ্ট অফার চালু হয়ে যাবে।


কল ও ইন্টারনেট ডাটা মিলিয়ে উই’র ভিন্ন ভিন্ন মডেলের জন্য ভিন্ন ভিন্ন এয়ারটেল বান্ডেল অফার সাজানো হয়েছে।


উই এ১ স্মার্টসল্যুশনসের দাম মাত্র ২৭৯০ টাকা। স্বল্প বাজেটের বেসিক অ্যানড্রয়েড স্মার্টসল্যুশনস হিসেবেই বাজারে ছাড়া হয়েছে এই মডেলটি।