সস্তায় স্মার্টফোন আনলো বাংলালিংক-অ্যালকাটেল

Banglalink June 24, 2016 2,043
সস্তায় স্মার্টফোন আনলো বাংলালিংক-অ্যালকাটেল

দেশের টেলিকম অপারেটর বাংলালিংক অ্যালকাটেলের সঙ্গে যৌথভাবে দুইটি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে।


একটি সাশ্রয়ী মূল্যের। মডেল পিক্সি ৪। এটি ৫ ইঞ্চি ডিসপ্লে। অন্যটি মধ্যম ঘরানার। মডেল পিক্সি ৪। এটি ৬ ইঞ্চি ডিসপ্লের।


৫ ইঞ্চির পিক্সি ৪ এর মূল্য ৫ হাজার ১৯০ ও ৬ ইঞ্চির পিক্সি ৬ এর মূল্য ৮ হাজার ১৯৯ টাকা। এই স্মার্টফোন সারাদেশে বাংলালিংক ও অ্যালকাটেল আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে।


২৩ জুন বৃহস্পতিবার গুলশানে বাংলালিংকের হেড কোয়াটার টাইগার্স ডেন- এ হ্যান্ডসেট দুইটির উদ্বোধন হয়।


উভয় হ্যান্ডসেটের সঙ্গেই থাকছে আকর্ষণীয় বান্ডেল অফার। বাংলালিংকের যেকোনো এবং পোস্টপেইড গ্রাহকরা আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন। এই বান্ডালে থাকছে ৩ জিবি ইন্টারনেট ডাটা।


বান্ডেল অফার পেতে গ্রাহকরা ‘pixi’ লেখে ‘4321’ এ এসএমএস পাঠাতে হবে। প্রথম মাসে গ্রাহকরা ১ জিবি ইন্টারনেট পাবেন। পরবর্তী দুই মাসে ১ জিবি করে ইন্টারনেট উপভোগ করা যাবে।


৫ ইঞ্চির অ্যালকাটেল পিক্সি ৩ এ রয়েছে ১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম ও ৮ গিগাবাইট রম। অ্যানড্রয়েড মার্সম্যালোসহ হ্যান্ডসেটটিতে ৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।


৬ ইঞ্চির অ্যালকাটেল পিক্সি ৪ এ রয়েছে, ১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম ও ৮ গিগাবাইট রম। অ্যানড্রয়েড ললিপপসহ হ্যান্ডসেটটিতে ৬ ইঞ্চি ডিসপ্লে এবং ২৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।