বৈদ্যুতিক বাল্ব ভাঙলে জোরে শব্দ হয় কেন?

জানা অজানা June 23, 2016 2,314
বৈদ্যুতিক বাল্ব ভাঙলে জোরে শব্দ হয় কেন?

আমরা সবাই বৈদ্যুতিক বাল্ব চিনি, তাই না? শহরের বন্ধুদের প্রায় সবাই বাল্বের আলোয় লেখাপড়া করি, আর গ্রামের বন্ধুদের বেশির ভাগই হয়তো এ আলোয় পড়াশোনা করে থাকবেন। কোনো কারণে বৈদ্যুতিক বাল্ব ভাঙলে জোরালো শব্দ হয়। বলতে পারেন কেন? বৈদ্যুতিক বাল্বের মধ্যে বেশ কিছুটা বায়ুশূন্য অবস্থা থাকে। বাল্ব ভাঙলে ওই শূন্যস্থান পূরণ করতে বায়ু ছুটে আসে। এ কারণে শব্দ হয়।