ভারতের কত টাকার নোটে কীসের ছবি...

জানা অজানা June 23, 2016 2,012
ভারতের কত টাকার নোটে কীসের ছবি...

ভারতের কত টাকার নোটে কীসের ছবি আছে তা অনেকেরই অজানা। এই সবকটা নোটের পিছন দিকের ছবিতেই বিভিন্ন ভাবে ফুটে উঠেছে ভারতের চিত্র।


বাঘ থেকে ময়ূর, ট্রাক্টর, মহাকাশ গবেষণা সবই রয়েছে এর মধ্যে। আসুন দেখে নেই ভারতের কত টাকার নোটে কীসের ছবি আছে।


১০০০ টাকার নোটে শিল্প, মহাকাশ গবেষণা থেকে কম্পিউটার প্রশিক্ষণের ছবি উঠে এসেছে। এক কথায় আধুনিক ভারতের চিত্র।


৫০০ টাকার নোটে ছবি থাকে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের।


১০০ টাকার নোটের পিছনে থাকে সিকিম থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা চূড়ার ছবি।


৫০ টাকার নোটে থাকে ভারতের সংসদ ভবনের ছবি।


২০ টাকার নোটের পিছনে থাকে আন্দামানের মাউন্ট হ্যারিয়ট জাতীয় উদ্যান ও পোর্ট ব্লেয়ার লাইট হাউজের ছবি। এছাড়াও ২০ টাকার নোটে দেখা যাচ্ছে কোনার্ক মন্দিরের ছবি। যা ভারতীয় শিল্পকলার অন্যতম নিদর্শন।


১০ টাকার নোটে রয়্যাল বেঙ্গল টাইগার, কাজিরাঙার গন্ডার ও হাতির ছবি থাকে। এছাড়া ১০ টাকার পুরনো নোটে ছবি থাকত ময়ূর, হরিণ ও ঘোড়ার। যা তুলে ধরে ভারতের জীববৈচিত্রকে।


৫ টাকার নোটে ভারতের কৃষি প্রগতির প্রতীক ট্রাক্টরের ছবি থাকে।


১ টাকার নোটে দেশের শিল্পায়নের প্রতীক তৈল শোধনাগারের ছবি থাকে।